Social Ads

Wednesday, May 29, 2024

অনলাইনে নগ্ন ছবি সংগ্রহ করার ‘কৌশল’ শেখাচ্ছে অপরাধীরা

 

অনলাইনে যৌন হয়রানিবিষয়ক বিশেষজ্ঞ পল র‌্যাফিল মনে করেন, সেক্সটরশন বন্ধে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না


অনলাইনে কৌশলে কারও কাছ থেকে নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহের পর তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে বিভিন্ন অপরাধী চক্র। এভাবে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে অর্থ আদায় করে তারা, যা ‘সেক্সটরশন’ নামে পরিচিত। বিবিসির সাম্প্রতিক এক অনুসন্ধানে দেখা গেছে, এ ধরনের অপরাধীরা এখন প্রকাশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নির্দেশিকা বিক্রি করছে। এতে অনলাইনে নগ্ন ছবি সংগ্রহ ও জিম্মি করে অর্থ বা স্বার্থ আদায়ের (ব্ল্যাকমেল) কৌশল শেখানো হচ্ছে।

কীভাবে অনলাইনে নিজেকে একজন তরুণী হিসেবে উপস্থাপন করতে হবে, কীভাবে ভুলিয়ে-ভালিয়ে কারও কাছ থেকে নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহ এবং তাদের ব্ল্যাকমেল করতে হবে, তার কৌশলগুলো এসব নির্দেশিকায় শেখানো হচ্ছে। অনলাইনে ভিডিও পোস্ট করে এসব নির্দেশিকা বিক্রির চেষ্টা চলছে।  


No comments:

Post a Comment

অনলাইনে নগ্ন ছবি সংগ্রহ করার ‘কৌশল’ শেখাচ্ছে অপরাধীরা

  অনলাইনে যৌন হয়রানিবিষয়ক বিশেষজ্ঞ পল র‌্যাফিল মনে করেন, সেক্সটরশন বন্ধে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না অনলাইনে কৌশলে কা...