Header Ads Widget

ইউনূস সরকার যে ‘রাজনৈতিক উত্তরাধিকার’ রেখে যেতে পারে

 

ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণের পরিপ্রেক্ষিত ও দায়িত্বের ব্যাপ্তি আলাদা ও কিছুটা জটিল

বিপ্লবের উর্বর ভূমিতে আন্দোলনের ‘শত ফুল’ ফুটছে। প্রতিবিপ্লব ও প্রলোভনের আফিম উৎপন্ন হচ্ছে। সেবনের লক্ষণও স্পষ্ট।

ফ্যাসিবাদবিরোধী কণ্ঠস্বরকে ছাপিয়ে যাওয়ার মতো করে সামাজিক ও অন্যান্য মাধ্যমে ফ্যাসিবাদের সমর্থকেরা মাথা জাগাতে শুরু করেছেন।

এসব পরিসরে এই ‘নিবারণ চক্রবর্তী’রা এখন সমানে বাণী দেওয়া শুরু করেছেন। তাঁদের উদ্দেশে এই অধমের বিনীত প্রশ্ন, ‘এত দিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে?’

একেবারে নিষ্পাপ অবোধ শিশুর মতো করে কী সরল যুক্তি সামনে এনে বলছেন, বিপ্লববিরোধী বলে কি তাঁরা ‘এই মেঘলামতীর দেশে’ ভাব প্রকাশের সমান সুযোগ পাবেন না?

তাঁদের কথায় মনে হবে, নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসকারীদের বিচার এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সংস্কার ও নির্বাচনমুখী যাত্রা—এই দুটি পরস্পরবিরোধী। অথচ এই দুটি বিষয় কীভাবে পরস্পরবিরোধী তা বোঝা গেল না।

Read more








Post a Comment

0 Comments

জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি, দেখুন আবেদনের যোগ্যতা