Social Ads

Wednesday, May 29, 2024

অনলাইনে নগ্ন ছবি সংগ্রহ করার ‘কৌশল’ শেখাচ্ছে অপরাধীরা

 

অনলাইনে যৌন হয়রানিবিষয়ক বিশেষজ্ঞ পল র‌্যাফিল মনে করেন, সেক্সটরশন বন্ধে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না


অনলাইনে কৌশলে কারও কাছ থেকে নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহের পর তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে বিভিন্ন অপরাধী চক্র। এভাবে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে অর্থ আদায় করে তারা, যা ‘সেক্সটরশন’ নামে পরিচিত। বিবিসির সাম্প্রতিক এক অনুসন্ধানে দেখা গেছে, এ ধরনের অপরাধীরা এখন প্রকাশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নির্দেশিকা বিক্রি করছে। এতে অনলাইনে নগ্ন ছবি সংগ্রহ ও জিম্মি করে অর্থ বা স্বার্থ আদায়ের (ব্ল্যাকমেল) কৌশল শেখানো হচ্ছে।

কীভাবে অনলাইনে নিজেকে একজন তরুণী হিসেবে উপস্থাপন করতে হবে, কীভাবে ভুলিয়ে-ভালিয়ে কারও কাছ থেকে নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহ এবং তাদের ব্ল্যাকমেল করতে হবে, তার কৌশলগুলো এসব নির্দেশিকায় শেখানো হচ্ছে। অনলাইনে ভিডিও পোস্ট করে এসব নির্দেশিকা বিক্রির চেষ্টা চলছে।  


Friday, May 17, 2024

বাকশাল সদস্য হয়েছিলেন জিয়াউর রহমান: কাদের

 

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশাল সদস্য হয়েছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


রাজধানীর ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন ওবায়দুল কাদের। ফাইল ছবি

নিবার (১৮ মে) রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজ এদেশের এত উন্নয়ন সমৃদ্ধির একটাই কারণ, তা হলো সরকারের ধারাবাহিকতা। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন, কিন্তু বিএনপি এবং মির্জা ফখরুল বাকশালকে গালিতে পরিণত করতে চায়।

 

রাজধানীর চকবাজারে ৬ তলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকার একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে শফিকুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।


আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনি ছাদ থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক তাঁকে ঘোষণা করেন।

next....

চুয়াডাঙ্গায় ফের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি

 

ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি

দেশে তাপমাত্রার পারদ ফের বাড়তে শুরু করেছে। শুক্রবার (১৭ মে) চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ। তাপমাত্রার সাথে ভ্যাপসা গরম বাড়ায় জনজীবনে অস্বস্তি নেমে এসেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত সাত দিন চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে উঠানামা করছিল। এরপর গত ১৪ মে (মঙ্গলবার) থেকে তাপমাত্রার পারদ ফের বাড়তে শুরু করে।

Thursday, May 16, 2024

দরিদ্র মানুষের খাবারের ব্যয় বেড়েছে ৫৮ শতাংশ

 ২০২২ সালে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের খাবার কেনার খরচ ছিল মাথাপিছু ১,৮৫১ টাকা। এখন বেড়ে হয়েছে প্রায় ৩ হাজার টাকা। 



নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলছে। কিছুটা নিম্নমানের সবজি বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম দামে কিনছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। গতকাল পুরান ঢাকার লোহারপুলের খালপাড় এলাকায়ছবি: দীপু মালাকার

রাজধানীর পূর্ব কাজীপাড়া কামারের গলি দিয়ে সবজির ভ্যান নিয়ে যাচ্ছিলেন আবদুর রহিম। হাঁক ছাড়ছিলেন, ‘পটোল ১৫ টাকা’, ‘পটোল ১৫ টাকা’। দাম শুনে ক্রেতারা ভ্যানের সামনে যেতেই জানা গেল, কেজি না, ২৫০ গ্রাম পটোলের দাম চাওয়া হচ্ছে ১৫ টাকা। এ এলাকায় নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের অনেকেই অন্যান্য সবজির সঙ্গে পটোলও কিনছেন। 


আবদুর রহিম বলেন, আড়াই শ গ্রাম বা আধা কেজি করে সবজি বিক্রি এখন নিয়মিত ঘটনা। বর্তমানে এক কেজি করে সবজি কেনার মানুষ কমে গেছে। 

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) চলতি মাসে বাংলাদেশের খাদ্যমূল্য পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, খানা জরিপ অনুযায়ী, ২০২২ সালে দেশের দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের খাবার কেনার খরচ ছিল প্রতি মাসে মাথাপিছু ১ হাজার ৮৫১ টাকা। গত দুই বছরে খাদ্যপণ্যের দাম বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে মাথাপিছু খাবার কেনার খরচ বেড়ে হয়েছে দুই হাজার ৯২৩ টাকা; যা দুই বছর আগের তুলনায় ৫৮ শতাংশ বেশি।

Wednesday, May 8, 2024

রাজ্যে সিবিআই তদন্তের অনুমতি সংক্রান্ত মামলায় শুনানি শেষ সুপ্রিম কোর্টে, রায়দান স্থগিত আদালতে

 

রাজ্যে সিবিআইকে অবাধে তদন্ত করার অনুমতি বা জেনারেল কনসেন্ট বহু দিন আগেই প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অনুমতি না থাকা সত্ত্বেও রাজ্যে একের পর এক মামলায় তদন্ত করে চলেছে সিবিআই।




কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই পশ্চিমবঙ্গে অবাধে তদন্ত চালিয়ে যেতে পারবে কি না সে ব্যাপারে শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে। তবে আপাতত এ নিয়ে রায়দান স্থগিত রেখেছে দেশের শীর্ষ আদালত। রাজ্যে সিবিআইকে অবাধে তদন্ত করার অনুমতি বা জেনারেল কনসেন্ট বহু দিন আগেই প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সেই অনুমতি না থাকা সত্ত্বেও রাজ্যে একের পর এক মামলায় এফআইআর করে তদন্ত করে চলেছে সিবিআই। 

২০১৮ সালের নভেম্বরে ওই অনুমতি প্রত্যাহারের তিন বছর পর ২০২১ সালে সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলা করে রাজ্য। কিন্তু গত তিন বছর ধরে সেই মামলা অমীমাংসিত হয়ে পড়েছিল শীর্ষ আদালতে। সম্প্রতি এই শুনানি দ্রুত শেষ করার জন্য কেন্দ্রকে কিছুটা তাড়া দিয়েছিল সুপ্রিম কোর্ট। ১৯ মে আদালতে গ্রীষ্মাবকাশ শুরুর আগেই মামলাটি নিষ্পত্তির করার কথা বলেছিল তারা। অবশেষে বুধবার মামলাটির শুনানি শেষ হল।

বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি চলছিল এই মামলার। রাজ্যের পক্ষে সেখানে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। অন্য দিকে কেন্দ্রের তরফে হাজির ছিলেন, সলিসিটর জেনারেল তুষার মেহতা।

মূলত প্রশ্ন ছিল এটিই যে, সিবিআই কেন্দ্র নিয়ন্ত্রিত সংস্থা না কি তার স্বাধীন সত্তা রয়েছে? রাজ্যের যুক্তি ছিল, সিবিআই কেন্দ্রের অধীন। রাজ্যের হাতে যেমন পুলিশ থাকে তেমনই কেন্দ্রীয় সরকারেরও একটি হাত এই সিবিআই, ইডির মতো সংস্থাগুলি। রাজ্যের আইনজীবী সিব্বল বুধবারও সুপ্রিম কোর্টে বলেন, রাজ্যের অনুমতি না থাকলে কেন্দ্রও সিবিআইকে নির্দিষ্ট রাজ্যে প্রবেশের অনুমতি দিতে পারে না।

আরও পড়ুন:

অনলাইনে নগ্ন ছবি সংগ্রহ করার ‘কৌশল’ শেখাচ্ছে অপরাধীরা

  অনলাইনে যৌন হয়রানিবিষয়ক বিশেষজ্ঞ পল র‌্যাফিল মনে করেন, সেক্সটরশন বন্ধে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না অনলাইনে কৌশলে কা...